অতীত জীবনযাত্রা যদিও সত্য,
কিন্তু পার হয়ে যাবার খেয়া নেই।
আমি শুধু বসে থাকি শূন্যতার মাঝখানে,
তাকিয়ে থাকি আকাশের দিকে।
"আমি সুদূরের পিয়াসী"
অতীতের সুগন্ধি সকালবেলা,
ভাবিনি তার কোনো অন্ত আছে,
শুধুই পূর্ণতার চেহারা।
আজ সে শুধু ছায়া,
সেখানে ছিল কিছু গন্ধ,
কুল ছিল শ্যামল,
কিছু ছিল গান,দিনগুলি ছিল সচল ভীষণ।
সে গান গেছে স্তব্ধ হয়ে,
সেখানে আলো নেই,
আছে কেবল আকাশজোড়া তারার আলো।
যদিও আমার দুটি পা আছে,
কিন্তু ডানা নেই তার দিকে উড়ে যাবার।
চশমা চোখে আজ খুঁজে বেড়াই,
রঙ্গিন কালির এলোমেলো দোয়াতগুলো।
কাগজ পেন্সিলের ঠিকানা নেই
নেই মধুমঞ্জরীর গন্ধ।