জীবনানন্দের শরীরের যন্ত্রনাকাতর ক্লান্তি ;
বনলতা দিলো কেন খালি দু-দণ্ড শান্তি?
কেন হলোনা সে শান্তি চিরন্তর ?


পাখিরা সন্ধ্যায় ঘরে ফিরে আসে,
কিন্তু নদী চলে যায় মহাসমুদ্রের দিকে অন্ধকারে;
ঠিক একইভাবে বনলতা চলে যায় দু-দণ্ড শান্তি দিয়ে।


নাটোরের বনলতা সেন যে অপারগ
কবিকে ক্ষনিকের শান্তি দেয়া ছাড়া।
সেই রহস্যলগ্নার সঙ্গে মুহূর্তের মুখোমুখি;
পৃথিবীর দেনা পাওনার হলো যেন নিবৃত্তি।


উপসংহার:-------
কবি জীবনানন্দের কবিতা হাজার বছর ধরে ঘুরে
অন্তরের ভাবনায় সন্ধ্যেবেলায় ফিরে এলো পাখির নীড়ে ।
চোখ উন্মীলন করে আমাদের সবার প্রিয় বনলতা সেন
বাংলা কবিতাকে দিয়ে গেলো আধুনিকতার লেনদেন ।