আপনি যদি আবৃত্তি ঘরে যান দেখবেন আসল যে আবৃত্তিকার যিনি কবিতাটি আবৃত্তি করেছেন তার নাম তালিকাতে নেই | তাতে আছে প্রকাশের তারিখ ,শিরোনাম, কবিতার লেখকের নাম অর্থাত কবি , আর মন্তব্যের সংখ্যা কত | আবৃত্তিকারের নাম জানতে হলে আপনাকে প্রথমে কবিতাটির ওপরে ক্লিক করতে হবে তারপর ভিডিও এর তলায় দেখতে পাবেন আবৃত্তিকারের নাম | এটা চোখ কে পীরিত করে | তালিকাতে আবৃত্তিকারের নাম থাকলে অসুবিধেটা কোথায় ?
মাফ করবেন মতামত সম্পূর্ণ আমার ব্যক্তিগত |  বাকি কবিদের অথবা আবৃত্তিকারদের যদি মনে হয় যা আছে তাই থাক তবে তাই থাক |