ইথার (অতিরঞ্জন) :
আসরের গুণী কবি
         ইথার হেঁটে যায়
জানলা দিয়ে উঁকি মেরে
         সুন্দরীরা চায় |


অনিরুদ্ধ বুলবুল :
আসরে আছে মহান কবি
          অনিরুদ্ধ বুলবুল
চুলের মুঠি চেপে ধরে
          হলে বানান ভুল |


সোমালি(নিরঝরা):
সবার তুমি অতি প্রিয়  
           কবি নিরঝরা
তোমার কবিতা গুলো
           ভালোবাসায় ভরা |


গৌরাঙ্গ সুন্দর পাত্র :
মনে আজো তরুণ তুমি
           কিই বা বয়স মাত্র
কবিতা লেখো সুষমা ভরা
           গৌরাঙ্গ সুন্দর পাত্র |


খান লোকনাথী :
কবিতা চোর ধরতে যে সে
           তোমার জুড়ি নাই
সঙ্গে কলমের বাহাদুরি
           নাম করেছো তাই |


পরিতোষ ভৌমিক (অমায়িক কবি):
পরিতোষ ভৌমিক তুমি
            অমায়িক কবি
কবিতা ধারা ছড়িয়ে দাও
            মনে আঁকো ছবি |


প্রণব মজুমদার :
কবিতায় ফুটে ওঠে
           স্বচ্ছ প্রাণের ভাষা
পূরণ করে দাও যে তুমি
           সবার প্রত্যাশা |


সাবলীল মনির :
সাতশো কবিতা লিখে তুমি
           কোরলে সবার হৃদয় জয়
কবিতার শব্দ গুলো যেন
            মনের কথা কয় |


ফয়েজ উল্লাহ রবি :
'তুমি না থাকলে' রবি
            আসরটা জমাট ই হতোনা
চিত্তে জাগাও মায়া দোল
            আর হৃদয়ে ওঠে জোছনা |


প্রবীর চ্যাটার্জি :
কবিতা লিখতে গিয়ে আমি
            খেলাম বিরাট ল্যাং
পিছলে গিয়ে উল্টে পরে
            ভাংলাম আমি ঠ্যাং |