দীপান্বিতার দীপা তুমি  
                      কোন সাধনার ধন ,
তুচ্ছ করে মরণ ভয়
                       ভরিয়ে দিলে মন |


দূরদর্শনে সেদিন তোমায়
                        খুঁজেছি সারাক্ষণ   ,
হৃদয়েতে বইয়ে দিলে
                         দক্ষিণ সমীরণ |


'প্রদুনোভা' তে ঝাঁপ দিলে যে
                         জেনেও নিজের মরণ ,
হৃদয় বীণায় বাজলো ধ্বনি
                         তুমি অনন্য এক রতন  |


তুমি বিস্ময় , তুমি অপূর্ব ,
                         তুমি যে মহিমাময় ,
তুমি মোদের নয়নমনি
                          চিত্ত করেছো জয় |


ভল্ট নয় সে ঝলকানি সুর ,
                          অবাক করলে সবে ,
তুমি যেন এক উজ্বল তারা
                           মোদের চিত্ত নভে |


হেরে তুমি যায়নি মোটেও ,
                            তুমি যে অতুলনীয়া ,
কণ্ঠে পদক পরিয়ে দিলাম ,
                            ভালোবাসা  দিয়া |



(ত্রিপুরার মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়ে 'দীপা কর্মকার' দেশের কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে জিমন্যাস্ট এর একটি কঠিন ইভেন্ট এ সারা বিশ্বে চতুর্থ স্থান দখল করলো শুধুমাত্র তার কঠিন অধ্যাবসায় ও সাধনার ফলে | তাই এই কবিতা তাকে উৎসর্গ করলাম )