একটি অগ্নিতরঙ্গ যখন জ্বলে ওঠে তখন বৃষ্টি এসে সেটা নিভিয়ে দেয়
কিন্তু বৃষ্টি নিজেই যখন আগুন লাগায় তখন কে সেটাকে নেভাবে ?


শরৎ যদি একটি বাগানকে নষ্ট করে বসন্ত এসে তাতে ফুল ফোটায়
কিন্তু বসন্ত যদি সে বাগান নষ্ট করে তখন সেখানে কে ফুল ফোটাবে ?


আমাকে জিজ্ঞাসা করোনা কিভাবে স্বপ্নের মন্দির ভেঙে গেলো
তাঁদের জিজ্ঞাসা করো যাদের হৃদয় গিয়েছে ভেঙ্গে ভালোবেসে |


যদি কোনো শত্রূ তোমাকে আঘাত করে তোমার বন্ধু তোমাকে স্বান্তনা দেয়
কিন্তু যদি তোমার প্রিয়তমা তোমার হৃদয়ে ক্ষত বিদ্ধ করে সেটা কে মুছবে ?


কে জানে কী ঘটতে পারে কাল কে জানে কাল আমি কি করবো ?
তাই মদিরাতে আমি আছি বেঁচে ,বিনা মদিরাতে হবে আমার মৃত্যু |


যদি আমি হই তৃষিত তাহলে সূরা আমার তৃষ্ণা মেটায়
কিন্তু যদি সূরা নিজেই তৃষিত হয় তাহলে তার চাহিদা পূরণ করবে কে ?


একটি নৌকা যদি ডুবে যায় , নাবিক তাকে রক্ষা করে ডাঙায় নিক্ষেপ করে
কিন্তু যদি নাবিক নিজেই নৌকা ডুবায় তখন কে সেটাকে রক্ষা করতে পারে ?