দুর্গাপুজোর মতোই যেন মেতে উঠতো
কলকাতার ময়দানে বইমেলার দিনগুলো
কলকাতার ঘুমন্ত ফুসফুসে যেন
জেগে উঠতো প্রাণের স্পন্দন |


বই সে তো বুকের পাঁজরা
মনের আয়না আর প্রাণের সুখ
হেঁটে হেঁটে ঘুরতাম মাঠময়
ছিল না যদিও ট্যাঁকের জোর
ছিল শুধু ঠ্যাঙের জোর |


হাতে ঝালমুড়ির ঠোঙা
ঘুরে বেড়াতাম নামি অনামী স্টল থেকে স্টলে
কত নতুন নতুন রংবেরঙের বই
সমরেশ, বুদ্ধদেব থেকে নতুন লেখক |


এক জায়গায় দেখি জটলা
স্বয়ং "ডমিনিক ল্যাপিয়ার" হাজির
তাঁর স্বাক্ষরিত "সিটি অফ জয়" নিয়ে
কুড়িয়ে বাড়িয়ে  কিনে ফেললাম |


ক্রমে ক্রমে ফুরিয়ে গেলো দিনগুলো  
জীবিকার সন্ধানে ছাড়তে হলো কলকাতা
আমার আর বইমেলা যাওয়া হলোনা !
রয়ে গেলো স্মৃতি "সিটি অফ জয়"