কিভাবে লিখতে হয় কবিতা ভালো করে শিখিনি
ভালো ভালো কথা জুড়ে ভালো কবিতাও  লিখিনি !
আবেগের প্রেরণায় ও কল্পনায় সাজাই পাঠশালা ,
মনে জাগে ইচ্ছে মোর শিখতে কবিতার বর্ণমালা !
লিখতে গিয়ে আমি কতবার কত কথা শুনেছি ,
মন্তব্য পেয়ে আমি বারবার কত কথা বলেছি !
কত পথ পার হয়ে আমি তবু চলেছি ,
দুর্বোধ্য শব্দ শুনে কবিতা ভুলেছি !
নির্লজ্জ হয়ে তবু আমি লিখেই চলেছি
সে আগুনে আমি যে নিজেই জ্বলেছি !
তাই নতুন করে নেবো কবিতার ক্লাস,
গুণী কবিদের শিক্ষায় ভাঙবো যে ত্রাস !
কবিতাকে ভালোবেসে বাঁধবো যে বাসা ,
কবিতার ক্লাসে গিয়ে লিখবো যে খাঁসা !!