ওগো আমার স্বপ্নে দেখা সুচরিতা,
রাত জেগে লিখলাম আমি কবিতা!
সেই কবিতায় আছে তোমার নীরব ছবি,
অনেক কথা লিখেছে সেখানে 'প্রবীর' কবি!
কপালের টিপ্ আর তোমার ব্যথা ভরা চোখে,
গলায় পড়ালাম মনিহার কল্পনার আলোকে!
নয়নে দেখেছি স্বপন তোমার হৃদয়ে রেখেছি ধরে,
তোমার পরশ করেছে আমায় সুরের বাউল করে!
অশ্রুসজল চোখে দেখেছি আমি ভীরু মাধুরীর মায়া,
একটু লাজুক, চাপা চাপা ঠোঁটে যেন শ্যামলিমা ছায়া!
অধরের তিলটুকু আমার লাগে সত্যি বড়ো মিষ্টি.
উদাস উদাস চোখে যেন তোমার মহুবার দৃষ্টি!
স্বপ্ন দেখে বেঁধেছি আমি মনে একটি বাসা,
তাইতো কবিতায় আমার এতো ভালোবাসা!