আমার কলম যাহা চায়
আমি লিখি, আমি তাই লিখি গো
কলম তুমি যদি না হও সুখী আমার কবিতা পড়ে
তাহলে আমার কাছ থেকে চলে যাও !
তোমাকে যে পেয়েছি আমার কবিতাতে
তাতেই হয়েছি আমি ধন্য !
জানি তুমি চলে গেলে
হয়ে যাবো আমি বন্য !


তোমার বিরহে আমি হবো যে মলিন
মদিরাতে জানি কাটবে আমার সারাদিন
পানশালাতে করিব আমি বাস
ডেকে আনব আমার সর্বনাশ সঙ্গে নরকবাস !


যদি সত্যি চলে যেতে চাও
যাও আমার প্রেয়সীর কাছে যাও !
আমার কবিতার ছোঁয়া তো থাকবে তার পাতায়
বৃষ্টি ভেজা রাতে চুপিসারে
দেখে আসবো তোমাকে প্রিয়ার কবিতার খাতায় !