খাতাটা ভরিয়ে দেবে প্রেমের কবিতা লিখে,
ভেবেছিলো এক কবি;
ছিল কত বেদনা লুকিয়ে সুপ্ত হৃদয়ে তার,
সবই রয়ে গেলো বাকি।


কত অশ্রুধারা বয়েছিল তার নয়ন থেকে
জানতে পারবে কেও আর,
হাঁসিমুখে চলে গেলো সে অজানার পথে,
প্রেমিকা কে দিয়ে গেলো ভার।


তার প্রাণে ও মনে ছিল কত প্রেমের হিল্লোল,
জানতো শুধু একজন কেবল,
প্রেমে যেন সে বইয়ে দিতো বিদ্যুৎ প্রবাহ,
ফাগুন রঙের মতো দিতো দোল।


জোনাকি পাখার তালে তালে নাচতো মনের ঝুলি,
যাবার বেলায় দিয়ে গেলো সে প্রেয়সীরে প্রেমাঞ্জলি।
না পাওয়ার বেদনাতে হয়তো হবে চাওয়ার শেষ,
ভেবে প্রেয়সীর কাটে রজনী দেখে স্বপ্নের রেশ।


চিহ্ন যদিও মিলিয়ে গেছে, ক্ষত যায়নি মিটি,
কোনোদিন নিঃশেষ হবেনা প্রেমিকের স্মৃতি।
অসাবধান মুহূর্তে আজো বুক টাটিয়ে ওঠে ব্যথায়,
প্রেয়সী বসে থাকে সমাধির পাশে গভীর নিঃস্তব্দতায়।


প্রেম কবিকে দিয়েছিলো ঐশর্য
মৃত্যুকে প্রেম দিলো মহিমা !!