ঢোলকের নেশা ধরা তালে
সরু দড়ির ওপর ব্যালান্সের খেলা খেলছে ছোট্ট মেয়েটি।
পেট যে বড়ো বালাই,
শুধু পেট ভরানোর জন্যে জীবনটাকে বাজি রাখা।


দড়ির এপ্রান্তে ওপ্রান্তে দুটি মন;
দড়ি টানটান , সম্পর্কটাও টানটান।
নিপুন দক্ষতায় হেঁটে চলেছে মেয়েটি দড়ির ওপর দিয়ে,
দুরুদুরু বুকে মেয়ের দিকে তাকিয়ে থাকে মা।
আর মনে মনে বলে জিতে আয় মা।
শিখে নে ঝুলন্ত দড়িকে জয় করার কৌশল;
এ খেলাটাই তো খেলে যেতে হবে সারাজীবন।


মেয়েটা তা জানে
তাই সকাল সন্ধ্যে সে প্র্যাক্টিস করে।
দড়ির সঙ্গে সে কথা বলে,
তার গায়ে হাত বুলোয়।
চিনিয়ে দেয় তাকে শরীরের ভারসাম্যের
প্রত্যেক অনু-পরমাণুর ইতিকথা।