চানাচুর আছে বাঙালির প্রেমে ও বিরহে,
আছে তাসের আড্ডা ও আলোচনার গভীরে।
পাবে তুমি ট্রেনে–‌বাসে, ফেরিঘাটে,
এমনকি ভ্যানরিকশা ও বিমানে।
সহজলভ্য ও সর্বত্র তার বিচরণ,
ছোট থেকে বড়ো, জিভে শিহরণ।  
ড্রইংরুম ও বার, ঠোঙা,বা প্যাকেটে,
টক ঝাল মিষ্টি, নানাভাবে মার্কেটে।
ভাল লাগে শীতে ও ঝমঝম বৃষ্টিতে,
সবার প্রিয় চানাচুর, অপরূপ সৃষ্টিতে।
সহজে পাওয়া যায় ফুটপাথ টু ফাইভস্টার,
চানাচুরের জুড়ি নেই, মুড়ি টু ফ্রুট স্যালাড।
মিশিয়ে নিলে কিসমিস ও নারকেলের কুচি
সূরা-পানের সঙ্গে জমে যায় বাঙালির রুচি।
সহজপাচ্য বটে যদি না করো বাড়াবাড়ি,
তবে আর দেরী কেন, নিয়ে এস তাড়াতাড়ি।