হে মহান নজরুল তুমি,চেতনাতে চিরবিদ্রোহী,
কলম তোমার উঠলো কেঁপে হলো মহাবিদ্রোহী।


যেখানেই দেখেছো তুমি অন্যায় অত্যাচার ,
আগুনের মতো উঠেছে জ্বলে লেখনী তোমার।


হাতে নিয়ে এলে 'অগ্নিবীণা' 'ধূমকেতু' তে  প্রকাশ,
শিহরণ জাগালে মনে, দিলে বিদ্রোহের ডাক।


ভয় পেয়ে গিয়ে ব্রিটিশ রা পাঠালো তোমাকে জেলে,
'সৃষ্টি সুখের উল্লাসে' আমাদের উপহার দিয়ে গেলে।


থামাতে চেয়েছিলে ঝগড়া , দিয়ে তনু মন প্রাণ,
আমরা তবুও লড়াই করি হিন্দু মুসলমান ।


বিদ্রোহ করে থামনি তুমি, দিলে আমাদের আশা,
অবহেলিত মানুষদের দিলে প্রাণভরা ভালোবাসা।


নিঃশেষ করে দিয়েছো সবারে প্রেম, সবকিছু ত্যাগী,
তাই অন্তরের অঞ্জলি দিলাম আজ তোমারি লাগি ।


মহান কবি নজরুল তোমায় করি নমস্কার,
বিদ্রোহ তুমি জাগালে মনে চেতনায় সবাকার।