আজ সকালে কফির কাপে প্রথম চুমুক দিয়ে রোজের অভ্যাস মতো খুললাম কবিতার পাতা।  খুলেই চোখে পড়লো জন্মদিনের পাতা। আর ভেসে উঠলো ছেলে বুড়ো সবার প্রিয় হাসির রসের রাজার ছবি বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের ছবি। তাই ভাবলাম কিছু লিখে অন্তত তাঁকে শ্রদ্ধা জানাই। সুকুমার রায়ের আমি অন্তত কোনো ছবি দেখিনি যে উনি হাসছেন। ভাবতে অবাক লাগে এই গুরুগম্ভীর প্রকৃতির লোকটা সবসময় খেয়াল রসে সবাইকে মাতিয়ে রেখেছেন আজও  তাঁর ছড়া কবিতার দ্বারা। তাই মনে পরে গেলো সেই ছড়া কবিতার কথা------


'রামগরুড়ের ছানা        হাসতে তাদের মানা,
          হাসির কথা শুনলে বলে,
          "হাসব না–না, না–না !"


আবার আরেক জায়গায় লিখলেন --------------


'সবাই নাচে ফূর্তি করে সবাই করে গান,
একলা বসে হাঁড়িচাঁচার মুখটি কেন ম্লান ?
দেখ্‌ছ নাকি আমার সাথে সবাই করে আড়ি-
তাইত আমার মেজাজ খ্যাপা মুখটি এমন হাঁড়ি ।'


আজ পরম পবিত্র সেই লগ্ন; ৩০ অক্টোবর । ১৮৮৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্মেছিলেন বাঙ্গালার গৌরবোজ্জ্বল মানুষদের একজন শিশুসাহিত্যিক সুকুমার রায়। তাঁর বাবা ছিলেন আরেক বিখ্যাত বাঙ্গালী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আমাদের দিয়ে গেছেন তাঁর পুত্র একজন  জগদ্বিখ্যাত বাঙ্গালী সত্যজিৎ রায় কে ।


সুকুমার রায়ের জন্মদিন স্মরণে  আন্তরিক ও গভীর শ্রদ্ধা জানাই বাঙ্গলার গর্ব এই ক্ষণজন্মা ব্যক্তিত্বের প্রতি ।