ঝিনুকের দুটি খোলা রবীন্দ্র-নজরুল,
মাঝখানটুকু ভরে আছে কবিতা-গানে মশগুল।
কবিগুরুর 'সঞ্চয়িতা',  আগুনের পরশমনি;
নজরুলের 'সঞ্চিতা', চেতনার সম্মার্জনী।
বাঙালি যারা ঘুমিয়ে ছিল, যারা ছিল অর্ধচেতন ,
মানবতার প্রেরণা দিয়ে ওড়ালে তোমরা বিজয় কেতন।
সৃষ্টি ও সৃজনশীলতার এক বিশাল ইতিহাস,
আমরা উপভোগ করছি তার প্রতিটি নির্যাস।
তোমরা দুজনে আমাদের বাঙালির কবি,
আর কারুর নয় শ্যাম বাংলার হৃদয়ের ছবি।