'রাজ্ রোগ' অথবা 'টি বি' শব্দটির
পদচ্যুতি হয়েছে।
থাইসিস অর্থাৎ টি বি তে মৃত্যু এখন কেমন যেন গরিব শোনায়।
মৃত্যুর স্ট্যাটাস সিম্বল এখন ক্যান্সার।
গ্রামের লোকেরা আর তুঁতে বিষ খেয়ে মরেনা ,
খায় তারা ফলিডল।
আলাদা করে জানতাম 'টেস্টটিউব',
আবার জানতাম 'বেবি'
দুটো শব্দ যেই যোগ হয়ে হলো 'টেস্টটিউব বেবি'
হয়ে গেলো বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি।
বক্ষ পিঞ্জরে বসিয়ে দেয়া হলো একটি যন্ত্র,
চালু রাখতে নাড়ীর গতি।
একজনের হৃদয় বসিয়ে দেয়া হলো আরেকজনের হৃদয়ে,
অর্থাৎ 'হার্ট ট্রান্সপ্লান্ট'
হৃদয় কি ধানের চারা ?
খবরের কাগজের প্রথম পাতায় বুক ফুলিয়ে বিরাজ করে এখন 'ধর্ষণ' শব্দটি।  
'বলাৎকার' মানে মারধর নয় -- অন্যকিছু।
'পাশবিক অত্যাচার পশুরা কখনোই করেনা;
ওটা কেবল ই মানুষের এক্তিয়ার আর অধিকার।


এসব ই কি "টেকনোলোজিকাল প্রগ্রেস' ???