দূরদর্শনের বালাই নেই,
নেই 'মোবাইল', নেই 'ই-মেল্', নেই 'ফ্যাক্স।'
ইস্টিশনে টরে - টক্কা  - টরে মেশিনে পৌঁছে যায় রেলগাড়ির খবর।
চিঠি লেখা খামে, ইনল্যান্ড লেটারে অথবা পোস্টকার্ডে।
দুঃসংবাদ হলে তারবার্তা,
আর তারবার্তা মানেই বুক ঢিবিঢিবি।
নো ব্যংক ট্রান্সফার, শুধু মানিঅর্ডার।
নেই দূরদর্শন,খালি রেডিও ও গ্রামোফোন;
এরিয়াল লাগানো ফিলিপ্স এর রেডিও,
সঠিক স্টেশন ধরা না গেলে ঘসঘষে আওয়াজ।
ভেতরে হালকা হলদে আলো ,
সামনে একটা লাল কাঁটা তিরতির করে নড়ে।
নাক ডেকে ঘুমোচ্ছে বাবা, বাজছে  'ললিতা ওকে আজ চলে যেতে বলনা'
এতএব রেডিও দিতাম বন্ধ করে।
ভেসে এলো বাবার কণ্ঠ
'কিরে বন্ধ করলি কেন, আমি শুনছি '
রবিবারের দুপুরে মাংস ভাত খেয়ে 'অনুরোধের আসর' শোনা।
হাতে শারদীয়া পত্রিকা;
পুজোর আগে এইচ এম ভি'র নতুন গানের বই চাই ই চাই।
আলপনা'র কণ্ঠে  
'লাল ঝুটি কাকাতুয়া' আর  হাট্টিমা টিম টিম।
তারপরেই
রানু মুখার্জি'র 'কুচ্কুচে কালো সে জাতে স্পেনিয়েল'
ছিল না দূরদর্শন;
তাই কল্পনার ক্যানভাস ছিল অনেক বেশি রঙিন আর অবাধ।
দিন গেছে পাল্টে
অপরিহার্য হয়েছে টি ভি আর মোবাইল
শুধু বেঁচে আছে মনে কল্পনার আকাশের নস্টালজিয়া।