আঁধার বলে গেলো কানে কানে
তুমি পূর্ণিমা হয়ে এসে
মুখ ঢেকে ছিলে মেঘের আড়ালে।


আকাশের পাখি বলে গেলো শীষ দিয়ে
মন দিওনা যেন তাকে
ভালো করে তার মনটা না জেনে।


বাতাস বলে গেলো জানলা দিয়ে
তুমি নাকি আমার
ছায়া দেখেছো ঝর্ণার জলে?


দেখছিলাম  নির্জনে কোনো জলছবি
আয়না-মনে ধরা দিয়ে তুমি বললে
দুষ্টুমি করে আমার নাকি নাম রেখেছো?


বলোনা সত্যি করে তুমি কি দেখেছো?
বলোনা সত্যি করে কি রেখেছ আমার নাম?
বলোনা সত্যি করে তুমি কি চেয়েছো?


তাহলে কি তুমি আমায় ভালবেসেছ?