সুবাসিত চাঁদের রশ্মিতে তুমি আমায় জাগিয়ে রাখলে,
তোমার দর্শন লাভে মন হলো আমার পুলকিত.ও ধন্য,
অনুভব করলাম এ কৃতিত্ব একমাত্র সৃষ্টিকর্তার,
এ যেন খোদাই করা অজন্তার ভাস্কর্য!
প্রবেশ করলাম যেন এক অংকুরোদ্দম বাগিচায়,
অঙ্গে যেন ঝরে পড়ছে চন্দ্র অর্চিসা !
খুশবুতে ছড়িয়ে পড়েছে চন্দনের গন্ধ!
কানে যেন ভেসে আসে আশাবরী রাগের ধুন!
আমার মন হলো সম্মোহিত,
উষারাগরঞ্জিতা কে স্পর্শ করার পরিবর্তে
চন্দ্রালোকিত রাতে তাকে বন্দনা করলাম প্রেমের কবিতা শুনিয়ে !
এতদিনে আমার কবিতা লেখা হলো সার্থক !