হে অঙ্গনা.............
আজ এই নারী নির্যাতনের যুগে
তোমাকে হতে হবে চিত্রাঙ্গদা।
ওজস্বি উজালার মতো ভাস্কর।
অর্কের মতো ছড়িয়ে দাও তোমার কনক কনকলতা।
তোমার খওফ এর খাঁচা ভেঙে বেরিয়ে এসে
তোমার তিশা ও তৌফিক দিয়ে গারত করে দাও ঘৃণিত অত্যাচারকে।  
বোররাক আর উচ্চৈঃশ্রবা কে বাহন করে আতঙ্কিত করে দাও;
অংকুশ দিয়ে আঘাত করে তোমার অধিকারের ইরাদা পূরণ করে নাও।


জাযাকাল্লাহ!!!!!!!!!!!!!


{ অঙ্গনা --- নারী
ওজস্বি-----তেজোদীপ্ত
কনক কনকলতা--দীপ্তিমান আলোকলতা
খওফ ---ভয়,ভীতি
তিশা ও তৌফিক-- তেজ ও ক্ষমতা
গারত--- বিনষ্ট, ধ্বংস
বোররাক : দ্রুতগতির স্বর্গীয় বাহন।
উচ্চৈঃশ্রবা :  ইন্দ্রের বাহন, যা সমুদ্রমন্থনের সময় জন্ম নেয় এবং অশ্বশ্রেষ্ঠ।
জাযাকাল্লাহ -- তোমার কাজের জন্যে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন }


[পরীক্ষামূলকভাবে আমি এখানে কিছু উর্দু শব্দ ব্যবহার করেছি।