আমার ঐ হৃদ-পুকুরে
গরমের ভর দুপুরে
কবিমন করলো তাড়া
বলি আমি একটু দাঁড়া।
পুকুরপাড়ে ঐ কাছে না,
শব্দের এক গাছ আছে না
সেখানে চড়তে গিয়ে
কলমটা হাতে নিয়ে
শব্দ খোঁজে যেই চড়েছি
কলমটায় হাত দিয়েছি
ওরে বাবা পিছলে পড়ে
ল্যাঙ্গ খেলাম ভীষণ জোরে।
সেখানে এক কবির ঘাড়ে
লুকিয়ে সেথা গাছের ধারে
ব্যাটা তুই ওরে নচ্ছার
বসিয়ে গালে গোটা দুইচার
তার সঙ্গে কিল ও ঘুষি
দিলো মোরে জোরসে ঠুসি।
করছিস তুই শব্দ চুরি ?
ধরলো চুলের মুঠি ধরি।
আমিও দিলাম চাপড়
দিলাম ছুট তুলে কাপড়।
শব্দ চুরি ? ফের হপ্তা ?
নয় কখনো নাক খপ্তা