ছায়ার সাথে বসে থাকা সময়গুলো হুট করে উড়াল দিতে চায়; ফেলে আসা সেই সব দিন, তুমুল আড্ডা, রোদ-বৃষ্টি-জোসনার গন্ধ, ফুটপাতের চা আর একটু আধটু নিকোটিন... আহা জীবন!  এখন সময় শুধু চিবিয়ে যাচ্ছে আমাকে, ক্ষত করে যাচ্ছে বার বার। ক্লান্ত দেহের ভীতরে জড়োসড়ো স্বপ্নগুলো ক্রমশ: সাদাকালো হয়ে ওঠে দীর্ঘশ্বাসের হুংকারে, ঘুমহীন রাতে দীর্ঘ প্রলাপ সেরে ছায়া ও বিদায় নেয় অন্ধকার আরো গাঢ় হলে;....  একুরিয়ামে মাছের খেলা দেখেছিলাম বহুবার, বুঝিনি আমিই একদিন মাছ হয়ে যাবো অন্য কোন একুরিয়ামের