মগজ খেয়ে নিয়েছে মুগ্ধআতেল
কালের পিঁপড়েরা সংস্কৃতির তেল
প্রজন্মের অসুখে ভূত হয়ে জেঁকে আছে বেদুইন-আর্য ব্যাকরণ
স্নায়ু কোষে লালন আর আত্ম দর্পনে নিজের মুখ -বড্ড বিস্মরণ;
গোল্ডফিস মেমোরির উর্বরতা সাক্ষী দিচ্ছে ইতিহাস চাষে !!
হাইব্রিড আবাদে পার্বণ বানিজ্য বাড়ছে বারো মাসে;
এর মাঝে ছুটছে ডুবু ডুবু আমাদের চেতনার মিছিল
চোরাবালি না চিনে ডুবে যাচ্ছি ক্রমশ ভেবে রঙের ঝিল ;


তোষণের পথে নতজানু কালান্তের বোধি বৃক্ষ
না জেনেই ঘুরছি আমরা ...কোথায় বৃত্তের অক্ষ ?
স্মৃতির ব্ল্যাকআউটে চেতনা আজ ব্যাবসায়ীক পুঁজি
অযথাই আয়না ভেবে সে দেয়ালে তুমি আমি মুখ খুঁজি


........ প্রত্যয় প্রশান্ত......... ১৫.০৪.১৮