কালের অপুষ্ঠ জরায়ু ছিড়ে, আবছা অন্ধকার প্রকোষ্ঠে জন্ম হয়েছিল আমাদের, প্রথাগত ব্যাধিতে তাই আমরা খুঁজে গেছি আলো, খুঁজে গেছি শুভ্রতার রঙ... সৌম্য পোষাকের মোহবিষ্ঠ মুখোশ, হ্যামিলনের বাঁশিওয়ালা সেজে ক্রমাগত আমাদের নিয়ে গেছে গাঢ় থেকে গাঢ়তম অন্ধকারে নাগরিক জঙ্গলে; দূষণলাগা সত্ত্বায় ফালতু মানবিক পাঠ, একরোখা তীব্রতম আলৌকিক নেশায় অন্তহীন রাতের পথে খেলা করে শিকারী বোধ... মুক্তির পথ ভেবে সুচতুর পাশার চালে বিষাদ জীবন, ধ্বংসের বিনির্মানে শাস্ত্রের সুই হয়ে নেমে যায় অদেখা ঈশ্বর , অতঃপর আদিম হিংস্রতায় আমরা বিভাজন শিখি


........ প্রত্যয় প্রশান্ত......... ১২.০৪.১৮