ছোট এক কথারই কত দর দম,
মনো ভারে ওঠে জমে নিয়ে কত পণ-
অভিমান ভরে সেথা শত রাশি রাশি;
স্নেহভরা মমতা দিয়ে যায় ফাঁকি।


কত আশা বুকে নিয়ে ভাবনার ফল,
নিমিষের কথাতেই হয়ে যায় জল-
কত কথা গাঁথা মাঝে হয় সৃষ্টি;
ধুয়ে যায় জলে সব শুধু বৃষ্টি।


ব্যথা ভরা অভিমান ঝরে শুধু বুকে,
মায়ারই জালেতে কি যায় সব চুকে ?
নতুনের আশা নিয়ে পুনঃ বাঁধি বুক;
অভিমান যাক ধুয়ে মনে নিয়ে সুখ।