দূর ঐ বহুদূর কি বা সেই ডাক যায় শোনা,
না পারি তা ফেলতে দিবা রাত করে আনাগোনা-
কিবা তার আহ্বান কেন বা যে মন হয় ভারী;
শান্ত নীরব সে তো হৃদ দেয় বহু দূর পাড়ি।


সারাটা জীবন দৌড় কত আর ডুবে ভেসে চলা,
মরীচিকা ভব লয়ে দেহ মনে কত কিছু বলা-
কত শত হাহাকার বৃথা যায় ধরণীটা ঘিরে;
কি হবে পুরাতনে দেহ প্রাণ বিস্বাদ করে।


শুনি তবু আহ্বান কেন এত শান্তির সুরে,
লোভ ধন লালসা কত তবে রাখবো যে ঘিরে-
আর কিবা বাকি রয় হয়নি কি শেষ পাওয়া চাওয়া ?
আধার যে ওঠে ভরে বৃথা পড়ে কিছু দেওয়া নেওয়া।


ব্যাকুল হৃদয় খোঁজে তাই শান্ত নীরব এক নীড়,
যেথা তীরে ভেসে ওঠে স্রোতহীন নিশ্চুপ নীর-
বাকি টুকু জীবনের হোক শেষ দিশাহীন স্বরে;
চাওয়া পাওয়া না রবে রবি জাগে প্রশান্তি ভোরে।