আঁধার তোমার রং যে কেন,
গভীর এত ভীষণ কালো-
চাঁদের আলোয় সেজে যেন;
লাগে তোমায় মিষ্টি ভালো।


তুমি কি আমার মতই দুখী,
জীবন মাঝারে নেইকো খুশি-
তোমায় কারা দিয়েছে ফাঁকি;
কেড়েছে মনের সবটা সুখই।


তাইতো তোমায় লাগে ভালো,
সারাটা রাত বিনিদ্র কালো-
সাদা পেঁচাটা ওই যে শাখে;
আমার মতই রাত যে জাগে।


আঁধার রাতে হৃদয় ভারে,
ডুবি তোমার মনের পরে-
তোমায় ভেবে দুচোখ ভরে;
মক্ত ধারা আজও ঝরে ।


এ দুনিয়ায় যা কিছু বাজে,
সব কি ঘটে আঁধার রাতে ?
তবু বাগানের সব ফুলই যে;
রাতের আঁধারে কেমন ফোটে।


জীবন আঁধার সুখের মাঝে,
মঙ্গলালোক লুকিয়ে থাকে-
সেই আলোরই আশায় থাকি;
আসবে আমার সুখের পাখি।