কিছু কাজ কিছু কথা শুধু মনে ভাসে,
ভাষাহীন সুরে রয় ওই দূরাকাশে-
আজ তাই মন মাঝে খুঁজি সেই কথা;
পাই না যে হায় মিছে বুকে ভরে ব্যথা।


কিছু সুখ কিছু দুখ তনু মনে ভাসে,
কথা-কাজ কত কিছু ছিল চারিপাশে-
আজ তাই মন মাঝে খুঁজি সেই স্বর;
হয়েছি হায় যে আজি আপনের পর।


অনুরাগ অভিমান কিছু ভরা বুকে,
তালহীন সুরে সে তো যায়নি যে চুকে-
হৃদয় জুড়ে ক্ষণে ভাসে কত কথা;
দেওয়া নেওয়া বেদনায় স্মৃতিময় ব্যথা।


নানা সুরে কথা সারি বেদনায় সাজে,
নিশ্চুপ নিরবতা স্বরহীন বাজে-
যত আঁশে প্রাণ মন সামনে সে ধায়;
তবু যেন বারে বারে পিছু ফিরে চায়।


সে কথায় ভেসে যাই, কেটে যায় ভোর,
ধোঁয়াসায় উড়ে গিয়ে কাটে না যে ঘোর-
অনুযোগ ভরা কথা মন ভারে বুঝি;
জৈষ্ঠ্যের দিবানিশি হৃদে আজি খুঁজি।