এসেছি একা যাবোও একা,
মায়ার বাঁধনে জড়িয়ে থাকা-
জীবন ভাসাই মহা উল্লাসে;
সুখ দুঃখেরই ভ্রম তল্লাশে।


কি লাভ জনের ভেদাভেদিতে,
একটু জয়ের হানাহানিতে-
হিংসা কলহ মহা খেতাবে;
স্বস্তি থাকে কি মন কিতাবে ?


অষ্ট প্রহর জ্বালা ছুটায়ে,
মানব ধরম ধূলে লুটায়ে-
হৃদয় ভারের ভারী প্রলাপে;
পাওয়ার আশার এই বিলাপে।


আহার বসন আলয় মাঝে,
বিত্ত ভোগের নানান সাজে-
সুখ পাখিটির খোঁজ খবরে;
তুষ্ট করে কি এই মনটারে ?