মন সে কেন ঐ ভাঙ্গে যে তবে,
হৃদয়ে ফাটল দেখো আঁখি ভরা জলে-
বিষে ভরা ক্ষত যত কথামালা চালে;
না বোঝা যে কিছু যায় অজানার ভুলে।
ঝরে পড়ে শত পাতা হৃদয় থেকে,
বাসহীন পলাশের রূপে তে মেশে-
স্নেহ মায়া বিলাই যে কত শত যত ;
মন পাখি হতাশায় দুখে ভরে তত।
কিবা জানি যায় পাওয়া বিরূপ কথনে,
সুখে ভরা দুখে ঢাকা স্বরূপ পোষণে-
মানবতা ওঠে কেঁদে অঝোর নয়নে;
হায় মন লাজে ভরে মানব চয়নে।