অচেনার পথ দুটি অজানার দুটি মন,
সাথে নিয়ে চলা পথে আসে সেই শুভ ক্ষণ-
বেশ হল পরিচয় পরিশেষে পরিণয়;
পাশাপাশি চলা পথ আবেগেই শুরু হয়।


জীবনের অনুভূতি ভাগাভাগি দোলা দেয়,
সুখ দুখ হাসিটায় পিছুটান না যে রয়-
দিবস যে বয়ে চলে স্বপ্নের মাঝেতে;
অতীতের স্মৃতিগুলো উঁকি মারে মনেতে।


দিনগুলো কিছুদিন কাটে রং মায়াতে,
চেনা মন চেনা পথ অবুঝের দেখাতে-
স্বপ্নীল স্মৃতি সব ভেসে যায় হাওয়াতে;
কামনা বাসনা থাকে আজ শুধু অতীতে।


দুটি মন সাথী হারা চলে দুটি পথেতে,
জীবন যে অসহায় মেশে কোন ছায়াতে-
অভিমান বড় সে তো হতাশার তমসায়;
দুটি মন শুধু আজ প্রাণ খোঁজে ভরসায়।


ধুয়ে যাক যত কিছু অভিমান হতাশা,
বিনীত বাসনা মাঝে শেষ হোক দুরাশা-
বিবাহ বার্ষিকী তাই নতুনের শপথে;
সজীব নতুন পথে বাঁচো নব প্রাণেতে।