মনো মাঝে তুমি প্রিয়া থাকো হিয়া তানে,
সদাই বাজে যে সুর তব সুখো প্রাণে-
হৃদ মাঝে তাই ওই অজানার লয়ে;
হাসি ঝরা মুখখানি শিরে গেঁথে রহে।


কত কথা কত ব্যথা বুকে চেপে ধরে,
কথা কিছু না যে ফোটে তব শুভ ক্ষণে-
ভালোবাসা রাখি ভরে অন্তরে ভেসে;
আকুলতা বাঁধা আছে শৃঙ্খল শেষে।


মন মাঝে ভাবি যত দেখি কত লাজে,
আকুতি পরশে কেঁপে ওঠে মোর প্রাণে-
তবু কথা না যে সরে ব্যাকুলতা ভারে;
অধরাই রয়ে যায় ভাবনারা ভাসে।


অনুভূতি ছোঁয়া নিয়ে ভাবি কত মনে,
ব্যথা তবু ভরে থাকে সুরহীন তানে-
আকুল হৃদয় প্রেম কি যে সদা চায়;
তবো পরশের তরে দিন কেটে যায়।