আবার চাই যে হতে ছোট,
বড়োর অহং চাই না আর-
আবার যদি হতেম ছোট;
খারাপ কিছুই না হতো আর।


স্কুল জীবনের ঐ হাতছানি,
হারিয়েছি সব বছর খানি-
কান্না দুঃখ খেলা হাসি;
বৃষ্টি ভেজার মাতামাতি।


বন্ধুবেলার ভেজার সাথী,
খেলার মাঠে হাতের তালি -
পড়াশোনায় ছিল চাপই;
একটু আধটু দিতাম ফাঁকি।


চিন্তা মনে থাকতো না আর,
করবো কেমন জীবন আচার-
যুদ্ধ করা ভবের পালার;
চিন্তা নাকো থাকতো খাওয়ার।


এখন সবাই ব্যস্ত মোরা,
তন্ত্র মনটা যন্ত্রে মোড়া-
চাপের চাকর রহি যে কত;
যন্ত্র মানব দেখার মতো।