মনন বাগিচা মাঝে ছবি কত আঁকা,
সাতরঙে রাঙা মন ভাসে আঁকাবাঁকা -
পুরোনো সে দিনগুলো সময়ের ডাকে;
কোথায় হারিয়ে যায় দিগংশ বাঁকে।


এলোমেলো স্মৃতি মাঝে রঙ্গিন খেলা,
সন্ধ্যা তমসালোকে ঝাপসা মেলা-
আঁধার নামছে দেখো সাঁঝের বেলা;
শুরু হবে বলাকার ফেরার পালা;


কথা কত ব্যথা আজি রাখি যে যতনে,
স্মৃতি ভারে নুয়ে থাকে অরূপ রতনে;
কারে ফেলি কারে রাখি স্মৃতির গগনে-
বেলা সে যে বয়ে যায় শেষের লগনে।

ক্ষণ সে তো কভু আর ফিরবেনা ভবে,
মনে আজি সুর তুলি নতুন তানে-
বুঝি তা যে নাহি লাভ সে সব দিনে;
তবু দুখ লাগে কিছু ভাবুক মনে।