কখনো ঝগড়া কখনো আড়ি,
মন নিয়ে করে কত মারামারি-
কভু কটু কথা দোষ খোঁজাখুঁজি;
অহং-এর মাঝে ভুল বোঝাবুঝি।


ভরা অভিমান সুরে মন কাড়াকাড়ি,
আপোষ না করে শুধু হারাহারি-
অপ্রিয় স্বরে কথা কাটাকাটি;
অবুঝ নয়নে ভরে দাপাদাপি।


তেজভরা জেদে মন কষাকষি,
মিথ্যা ভাষণে মান ভেদাভেদি-
অভিমান স্রোতে মিছে রাগারাগি;
অকারণ দোষে শুধু ছাড়াছাড়ি।


মান অপমান বৃথা আঁকাআঁকি ,
পরিহাস তানে লাগে হানাহানি-
দম্ভের তেজে শত পাগলামি;
রেখে সবই হেথা দিতে হবে পাড়ি।