বেশ কিছুদিন একলা আমি বড্ড ভীষণ একা,
সকাল বিকেল হৃদয় মাঝে একলা মনের দেখা-
হয়তো আমি সুখেই আছি মিথ্যা সুখের নীড়ে;
ভাসছি সদা শত হাজার সুখী মুখের ভিড়ে।


রাত যে তবু একলা জেগে মন লুকিয়ে বাঁচি,
শত সুখী মুখের মাঝে স্বজন হৃদয় খুঁজি-
জ্যোৎস্না যেমন আঁধার ঢাকে ঠোঁটের কোণে হাসি;
নিত্য বড়ো একলা লাগে সামলে একাই থাকি।


নিজের সাথেই নিজের কথা হৃদয় ব্যথায় বাঁচা,
মনের সাথে কথন মালায় কপাল দেখে হাসা-
অচল মনে অনেক কিছুই অলীক স্বপ্নে ভরাই;
প্রতিক্ষণ যে নিজের তরে চালাই মনের লড়াই।


জীবন বীথির অবুঝ পথে প্রাণের অনেক বোঝা,
তাই তো বুঝি একা থাকাই অনেক বেশি সোজা-
সূর্য চাঁদের বসুন্ধরায় নিঝুম আসা যাওয়া;
হৃদয় নিয়ে একাই জাগাই ভালোবাসার ছোঁয়া।