গুলমোহর আর পলাশ রাঙে,
মাতায় রঙের ফাগুন-
ফাগ কুহেলীর প্রণয় মেলায়;
জাগায় রূপের আগুন।


রাগ অনুরাগ মন আলাপনে,
ঋতুরাজ দেয় ছোঁয়া-
মন তরণী না মানে বাঁধন;
কাঁপে তনু মন হিয়া।


রূপের ছটায় রঙিন আবীর,
রাঙায় আকাশ পবন-
স্বপন কাজল নয়ন ভাষায়;
লাজুক হাসির ভুবন।


ফাগুন হৃদয় রঙের মেলায়,
জ্বলন জাগায় মনে-
আবেগ বিবশ মনের মানুষ;
আগুন জ্বালায় তনে ।