কিছু ব্যাপারী ডাকাতি করে,
যাকে মোরা বলি ব্যবসা -
আর হকের লড়াই গরীব করে;
মোরা তাকে বলি হিংসা।


পরাধীনতার রুদ্র শিকলে,
দিন গরীবের বাঁধা-
আর রুদ্র সাগর বিত্ত বাসরে;
ধনীর জীবন সাজা।


মজুর-কুলিই কাজের শক্তি,
আজও কি বোঝে ধনী ?
তাই মজুরকূলের কর্মে লুপ্তি;
কমে যে ধনীর পুঁজি।


একই বৃন্তে গরীব ও ধনী,
কড়ির এপিঠ আর ওপিঠ-
অর্থ তবুও মাপন বিধি;
এই বিচার কি সঠিক ?


তাইতো আগে গরীব কদর,
পরে ধনীর আসন-
মানব এ ধরম পাক সমাদর;
চলুক এরূপই শাসন।