জীবনের কত পথ চলি হেঁটে ফিরে,
চলে যাওয়া হাসিগুলো খুঁজে ফিরি নীড়ে-
ফেলে আসা কত আশা যায় কোথা চলে;
চুরি হয় জীবনটা একা ঘরে ফেলে।


মনে পড়ে ছিলাম যে ছোট সুখী মেয়ে ,
মা বাবার স্নেহ পথে উঠি পথ বেয়ে -
পরিজন ছাড়া আজ বাঁচি বহু দূর;
অবাক পৃথিবী পথে কাঁটা যে প্রচুর।


রঙিন স্বপ্ন বেঁধে করে গেছি ভুল,
মরীচিকা ভব রূপে ভুলের মাশুল-
আজ সদা মন খোঁজে শান্তির নীড়;
জোনাকি কায়ার ছায়ায় সুখ নদী তীর।


অভিমান সুরে আজ রয়েছি যে সরে,
জীবনযুদ্ধে হবে গিয়েছি যে হেরে-
রোদন বেদনে তবু সদা একা জেগে;
ফেলে আসা দিনগুলো উঠবে কি বেঁচে ?


কোথা আজ পিতামাতা মোর শোকে নাই,
ফেরতের পথে প্রাণ কার তরে যাই -
নব জীবনের স্বাদে পুরোনোটা ভুলে;
বাঁচবো কেমনে ভাবি একা এই কূলে।


হাহাকার ভরা ভবে করুণার সুরে,
দুয়ারে দুয়ারে খুঁজি সুখ পাখিটারে-
ভাবি বসে কোথা পাই তৃপ্তির ক্ষণ;
আজ বসে ঘরে তাই খুঁজি যে জীবন।