থমকে ধরা আজ পঞ্চাশ দিন,
জীবন যে রয় কোলাহলহীন-
কোথায় সে সব ট্রেনের দিন;
স্টেশন যে হায় হকার হীন।


করে কি সেই জনেরা আজ,
জিনিস ফেরিই যাদের কাজ-
কর্ম হীনের গ্লানি মনে ভরা ;
নাকি ব্যস্ত অন্য কাজে তারা?


ভুখ কি মেটে তাদের আজ?
নাকি অর্ধাহারেই কাটায় লাজ-
মন তো ভাবে দাঁড়াই পাশে;
সাধ্য নাই যে ফলাই কাজে।


আছে যে বহু মানুষ এমন,
ভুখের জ্বালায় লড়াই জীবন-
মন যে দুখে তাদের কাঁদে;
হায়রে মানব জীবন লাজে।


কেউ কি আছে তাদের পাশে?
সরকার দেশ থাকুক সাথে-
নয়তো শ্রমিক মানুষ ছাড়া;
থাকবে থমকে দেশের বাড়া।