জীবন চলে যে নদীর স্রোতে,
দিয়েছি ভাসায়ে কোন সে ব্রতে-
সমুখে না পাই কূলের কিনারা;
দেখি যে কেবল ভ্রমের নিশানা।


জীবন চলে কোন সে তাগিদে,
চলেছি ভাসায়ে নিশির ভ্রমেতে-
হই আগুয়ান কি সেই নেশাতে;
বুকেতে লয়ে শূন্য দিশাতে।


জীবন চলে যে কোন সে সুরেতে,
তমসা নিশির প্রলয় রাগেতে-
অধীর মোহনা উথাল সাগরে;
নীলিমা ভাসে যে কিসের আঁধারে।


জীবন ছুটেছে নবীন ধারাতে,
বাহ্য নীতির কঠোর আঘাতে-
জীবন জটিল কি সেই বাঁধনে;
পাবো কি দিশা রাঙিয়ে সাধনে ?