ঘড়ির কাঁটার কঠোরতা,
সময় সহজে করে যে নাশ ;
চক্ষু দ্বয়ের পলকে তাই -
দীর্ঘশ্বাসের স্থির আভাস ।


সদা সঠিক চ'লে সময় ;
প্রতি দিন করে দাহ,
জীবনকাঁটার নীরব দহন -
বিরামহীন হয় প্রবাহ।


সুনিপণে চ'লে সময় সদা,
মাপে দুখ-সুখ জীবনের -
না বলা স্মৃতির মিলন গাঁথা ;
থাকে যে স্বাক্ষী ক্ষণিকের।


হৃদয়ে না থাকে সময়ের কথা,
ভরে থাকে মনে ব্যাথা -
সময়ের তালে করমের ভাষা;
বুকেতে না থাকে গাঁথা।


সময়ের কাজ সময়ে করিলে,
চিত্তে ভরে না জ্বালা -
যদি না করে মননে ভুলিলে ;
সংসারে ঝালা পালা।