যুগ যুগ থেকে যুগান্তরের আবছা স্বপ্ন ঝরা,
স্নেহের জোয়ারে ভাসা দিনগুলো আজ সব স্মৃতিভরা-
অপরূপতার স্রোতের টানে নীলাকাশ মায়াজাল;
পরম আবেশে সোহাগ আদরে সুরময় মহাকাল।


শতাধিক সাল, কত যুগ পর, অনুচিন্তনে ভাসে,
পুরাতন সেই আধ্যান স্বর হৃদয় মালার পাশে-
বড় এক কুঠি কত লোকজন বনেদী বাঙালিয়ানা;
লাজুক হাসি, কোমল পরশ, প্রসারতা ষোলআনা।


শান্ত নদের তীরে মুদে আঁখি আঁকা বাঁকা জল্পনা,
স্মৃতির জোয়ারে বিলীন হৃদয় আবছায়া কল্পনা-
মনের সাগরে উথাল পাথাল অবয়ব তবো দেখে;
ঢেউ নাতো কভু শান্ত তবু হরিণী কাজল চোখে। 


প্রাণের ঝলকে উঁকি দিয়ে যায় কোন্ সে জনম কথা,
বহু জনমের অতীত ছবি টুকরো টুকরো আঁকা-
জন্মান্তরে কি সেই বাঁধন, উত্তর না তো মেলে;
নিস্প্রভ তারা, মোহিত মায়ায়, খুঁজে ফিরি পলে পলে।


আজ এতকাল, কত যুগ পর, দেখি অনুরূপতার কায়া,
মনন দুয়ারে চকিত তড়িৎ, অভিলাষে মাতোয়ারা-
কি সেই আবেগ, অনুরাগ প্রীতি, অভিরতি ভরা সাঁঝে;
মন যে আজি শৃঙ্খলাহীন, ঝড়ো হাওয়া ভবো মাঝে।