কর্ণ মোরা যমজ দুজন একাই থাকি জোড়া,
কোন সে শাপে কেবল শ্রবণ শুধুই থাকি বোবা।


চোখের দেখা সামাল দিতে মোদের জুড়ি নাই,
চশমা ডাঁটি চাপিয়ে পিঠে খুঁটির সাজা পাই।


দুখের বোঝা হয় যে নিতে কেবল শ্রোতা হই,
মাথার বুদ্ধি ধরিয়ে দিতে কান মোলাটা সই ।


হায়রে কপাল আদর বিনা যেমন তেমন রই,
চার ইন্দ্রিয়র তোয়াজ লীলা মুখটা বুজে সই।


লতির ফুটোয় গয়না অনেক ব্যথার ভারটা নিয়ে,
কষ্ট মোদের আছে হরেক মাস্কএ বাঁধন দিয়ে।


দুঃখ মোদের বলবো কারে কুলোর ভূষণ নামে,
করুণ দশা প্রাণ মাঝারে থাকবো সবই কামে।