খবর কি তোর, আছিস কেমন, জীবন এখন ?
আর তো তুই, নেই যে আজি আগের মতন-
কি ভীষণ, বড় হয়েছিস, পদ্মলোচন;
নেই তো সময়, ব্যস্ত বড় ব্যাকুল জীবন।


স্মৃতির মালায় কাটতো কত শত কথায়,
ঝিলিক দিত দুষ্টু মিষ্টি হাসির ছোঁয়ায়-
কতই মিলন নানান কাজে কাটতো সদা;
আঁকি তাই আজ রোমন্থনের কালো সাদা।


কোথায় সে সব মেজাজ খুশির কথার জোয়ার,
মাঝ দরিয়ায় উজান গাঙের হালকা হাওয়ার-
বেশতো ছিল মিষ্টি সে সব রঙিন জীবন;
কেমনে সব হারিয়ে গেল অদল বদল।


বড় হওয়ার চেতন যে আজ জটিল কদম,
কতই রঙ্গ হাসি কাঁদা আত্ম কথন-
হারিয়ে গেল সরল সহজ জীবন গাঁথা;
ভাব বিনিময় স্মৃতির মালায় নেই যে কথা।