অহমিকার সরব জালে,
হৃদয় বিদায় নেয়-
অমর্যাদার দহন বিষে;
মনের পতন হয়।


মধুর ভাষণ প্রীতির লগে,
মিলি যদি একাকার-
মনুষ্যত্ব আসবে ফিরে;
ঘুচায়ে দম্ভ আচার।


স্বরগ নরক সব যে হেথায়,
নয় তো তারা অদূর-
মোদের মাঝেই রয় নিরাকার;
তবু মোরা রই বেসুর।


কেন যে তবে এত হাহাকার,
এতো সব অনাচার-
মানবের তরে মানবতার;
ফিরুক মনন বাহার।