সংসার পরিবার চারিধারে মায়া,
তবুও কি যায় বাঁধা মানুষের কায়া-
একে একে সবে কোথা ধীরে চলে যায়;
স্মৃতি শুধু রয়ে যায় রেখে যায় ছায়া।


নস্টালজিয়া নতি গুণ ভাগ খেলা,
প্রতারণা ঘৃণা দ্বেষ অবহেলা জ্বালা-
বোধগত মায়া সেথা পিছুটানে ভরা;
ভব মাঝে মায়াজাল বিরহেরই ধরা।


তবুও কি থাকা যায় দূরে নিয়ে মায়া,
নিউরনে অবসাদ প্রেম প্রীতি হিয়া-
হৃদয় যে বন্দী, মায়া হয় সাধু;
সন্মুখে যায় থেকে মুখোশের যাদু।