তাজা প্রাণ কত কেড়ে লয়ে আজ,
মরণ রক্তে পেতেছিস ফাঁদ-
নির্মম তোর পীপাসু প্রাণটা;
আর কত লাশে রাঙাবি হাত।


মারণ রোগে ডুবিয়ে প্রাণটা,
ভব চিতা ক'রে আর্তনাদ-
নিধন জালের বিলোপের দিশা;
কেমনে বধিবো তোর ওই প্রাণ।


তবুও মোরা না হারিবো আর,
তড়িতাঘাতে করিবো নাশ-
হবো আগুয়ান রচিবো বাহার;
মৃত হোক তোর গুপ্ত ফাঁদ।