কি কাল এলো শুধু হাহাকার,
চলেছে মৃত্যু মিছিল-
প্রাণের প্রদীপ নিভে যায় কার;
জীবন হয় যে পিছিল।


জ্বালা যন্ত্রণা রোগ নিরাময়,
পথে যে ভীষণ বাঁধা-
অতিমারি রূপ বিভীষিকাময়;
ভব দিশা ভরে কাদা।


জীবনের তারা অকালে ঝরে,
সংসার ভাসে গাঙে-
হৃদবায়ু হেথা সহসা মরে;
আঁশভরা প্রাণ ভাঙে।


প্রতিষেধকের অমিল থাবায়,
দুরু দুরু বুক কাঁপে-
মানুষ বড় আজ অসহায়;
মরণ জ্বালায় কাঁদে।


শঙ্কা ত্রাসের ভাইরাস রাজ,
অধীরতা ভীরু মনে-
কালের প্রবাহে সবাই যে আজ;
দূরি বাধা ক্ষণে ক্ষণে।


মনের অতলে ভীতি না জমাই,
চলি অভিশঙ্কা ছেড়ে-
জিতবো যুদ্ধ যোদ্ধা সবাই;
থাকবো না কেউ হেরে।